রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নিয়মনীতি অমান্য করে এবং অনুমোদিত নকশা ব্যত্যয় করে অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি ভবনের সেটব্যাক অপসারণ সহ নিয়মনীতি অমান্য করা নির্মাণাধীন ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে অপসারণ করা হয়। এবং ডিপিডিসির মাধ্যমে ৬ (ছয়) টি ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করে ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গত রবিবার (২৪ জুলাই, ২০২৫ ইং) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন ও সাব (জোন – ৭) এর পরিচালক (চ:দা:) রাজিয়া সুলতানা এর যৌথ নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ও দনিয়া এলাকায় অনুমোদিত নকশা ব্যত্যয় করে অবৈধভাবে গড়ে তোলা নির্মাণাধীন ভবনের সেটব্যাক অপসারণ করা সহ ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙ্গে ফেলা হয় এবং নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা কালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন (জোন-৬/২) শনির আখড়া ও দনিয়া এলাকায় অনুমাদিত নকশা ব্যত্যয় করে অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়। সেই সাথে অবৈধভাবে গড়ে তোলা ভবন মালিকদের সতর্ক করে দেওয়া হয় যাতে তাঁরা পরবর্তীতে ভবন নির্মাণে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ না করেন। অভিযানে ০৬ (ছয়) টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এবং নির্মানাধীন ভবন মালিকদের রাজউকের বিল্ডিং কোড ও নিয়মনীতি মেনে ভবন নির্মাণ করার জন্য সতর্ক করা হয়। নিয়মনীতি অমান্য করা নির্মাণাধীন ভবনে রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।
উচ্ছেদ অভিযান কালে সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব, ইমারত পরিদর্শক মোঃ মারুফ হোসেন, হায়াত মাহমুদ, মলয় চন্দ্র রায়, মোঃ শাহ আলম, মোঃ মিল্লাত হোসেন সহ রাজউকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনা কালে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।