বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

চট্টগ্রামের লোহাগাড়ায় ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী একটি কার্গো ট্রাকও জব্দ করা হয়।

বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাঁজা জব্দ এবং ওই দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফেনীর জোরারগঞ্জ থানার দক্ষিণ অলিনগরের বাসিন্দা ট্রাকচালক মো. নূরনবী (৪৬) ও একই উপজেলার উত্তর ভূঁইয়া গ্রামের মো. শেখ আলম (৩৫)। পুলিশের দাবি, এ দুজন মাদক কারবারি। দেশের বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল তারা।

পুলিশ বলছে, গোপন খবরে ভোর ৪টার দিকে আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মহাসড়কে চেকপোস্ট বসায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।  ওই চেকপোস্ট অতিক্রম করার সময় একটি ট্রাকের গতিরোধ করা হয়।  ট্রাকটি থামিয়েই যানটির চালক ও হেলপার পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পরে ট্রাকটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, বিক্রির জন্য বারৈয়ারহাট থেকে এসব গাঁজা কিনে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।  আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ