বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

গাজায় তিন দিনে ৩০০ বাড়ি ধ্বংস করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮ প্রদর্শন করেছেন

গাজার জায়তুন এলাকায় গত তিন দিনে ৩০০টিরও বেশি বাড়ি ধ্বংস করেছে ইসরাইলি সেনারা। স্থানীয়রা বলছেন, এটি দখল পরিকল্পনার অংশ হিসেবেই চালানো হচ্ছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বুধবার জানান, ইসরাইলি বাহিনী জায়তুনে ব্যাপক হামলা চালিয়েছে এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক আবাসিক এলাকা টার্গেট করেছে।

তিনি বলেন, সেনারা বিশেষ করে পাঁচতলা বা তার বেশি উঁচু ভবনকে লক্ষ্যবস্তু করেছে। ব্যবহৃত শক্তিশালী বিস্ফোরকের কারণে আশপাশের ভবনগুলোও ধ্বংস হয়ে গেছে।

কিছু বাড়ি বাসিন্দারা ভেতরে থাকা অবস্থায় উড়িয়ে দেওয়া হয়, ফলে হতাহতের ঘটনা ঘটে। এসব ধ্বংসযজ্ঞের আগে কোনো সতর্কতা দেওয়া হয়নি এবং তীব্র গোলাবর্ষণের কারণে উদ্ধারকর্মীরা আহতদের কাছে পৌঁছাতে পারেননি।

গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইল গাজায় ৬১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে, যা নিয়ে তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ক্রমেই জোরদার হচ্ছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরাইল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি।

সূত্র: আনাদোলু এজেন্সি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ