বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

রাফীর ‘আন্ধার’ সিনেমায় সিয়ামের সঙ্গে তুষি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

ঢালিউড নির্মাতা রায়হান রাফী এবার ভৌতিক গল্পের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। দুই ঈদ ছাড়াই এবার সিনেমা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নির্মাতার।

‘আন্ধার’ সিনেমাটির গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। রহস্য, ভয় আর অজানার মিশেলে তৈরি ‘আন্ধার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। তার সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে রসায়নে আছেন অভিনেত্রী নাফিজা তুষি।

এতদিন অভিনেত্রীর নাম নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে জানা গেল প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধবেন নাজিফা তুষি। এর আগে বড়পর্দায় ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ এবং ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’-এ অভিনয় করে আলোচনায় আসেন এ অভিনেত্রী।

এখনই কিছু বলতে না চাইলেও নাফিজা তুষি বলেন, আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না। কিছু নিয়মের ভেতরে থাকতে হয়। আপাতত কিছু বলব না, যা বলার টিম বা ডিরেক্টর বলবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ