সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

কক্সবাজার বিমানবন্দর থেকে দুইজন কৌশলে মাদক পাচারকারী আটক

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

 

ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা পাচারের সময় দুইজন আটক হয়েছে কক্সবাজার বিমানবন্দর থেকে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে স্ক্যানার মেশিনে এসব ইয়াবা ধরা পড়ার পর তাদের আটক করার কথা জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।
রিয়াজ উদ্দিন আহমদ জানান, পাঁচ হাজার একশো পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত দুইজন হলেন মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০ টা ৫০ মিনিটের ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের যাত্রা করার কথা ছিলো। কিন্তু চেকিংএর সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়।
এরপরই বিমানবন্দরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সদস্যরা ইয়াবা বহনকারীদের আটক করে বলেন গোলাম মোর্তজা।
আটক দুইজনের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ