মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫০,০০০ পঞ্চাশ হাজার পিস ইয়াবাসহ ০১ এক জন আটক।

শহীদুল ইসলাম শাহেদ টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৭ প্রদর্শন করেছেন

বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন আসামী আটক করা হয়ঃ

সাম্প্রতি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকায় মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদ পাওয়া যায়। ফলশ্রুতিতে অধিনায়কের পরিকল্পনা ও দিকনির্দেশনায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়। এই ধরাবাহিকতায় অদ্য ১৮ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ২১০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র টহলদল সীমান্ত পিলার বিডি-১৯ হতে আনুমানিক-৭০০ গজ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে (জিআর নং-২৫৮৪০৮ মানচিত্র ৮৪/৪ সি), বিওপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর পশ্চিম দিকে পশ্চিম অঞ্জুমানপাড়া নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ২১৩০ ঘটিকায় অঞ্জুমানপাড়া এলাকায় মাছের ঘেরের রাস্তা দিয়ে মায়ানমার হতে সন্দেহজনক ০১ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল মোহাম্মদ কাউছার(২৮), পিতা- মৃত আমিরুজ্জামান, গ্রাম-নলবুনিয়া, ডাক-বালুখালী, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, আটককৃত ব্যক্তির নিজের শরীরের গেঞ্জি দিয়ে পেচানো অবস্থায় ০৫ কাট সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি হাসুয়া দা উদ্ধার করা হয়। পরবর্তীতে, উক্ত এলাকাটি আরো বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন মালামাল পাওয়া যায়নি।

এ ব্যাপারে উখিয়া থানায় নিয়মিত মামলা করতঃ আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ