মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

নাসিরুদ্দিন শাহের অসম্মানজনক বক্তব্যে যা বললেন ফারহান খান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতারের অভিনয় নিয়ে একবার খোলামেলা আলোচনা করেছিলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তিনি বলেছিলেন, ফারহানের প্রতিভা-ব্যক্তিত্ব দারুণ হলেও তার অভিনয় ভালো লাগে না। আর এ বক্তব্য নিয়ে ফারহান অসম্মানিত ও অপমানিত বোধ করেন, তা জানা গেল তার সাম্প্রতিক একটি বক্তব্যে।

এর আগে ২০১৩ সালে ফারহানকে নিয়ে নাসিরুদ্দিন শাহ স্পষ্ট বলেছিলেন— ‘ফারহানের অনেক প্রতিভা আছে; অভিনয়, গান, লেখা— এমনকি রান্নাও জানেন। কিন্তু ফারহান আখতারের অভিনয় আমার ভালো লাগে না। তবে তার প্রথম পরিচালিত সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ ভালো লেগেছিল। আমি তার অভিনয়ের ভক্ত নই, তবে ওকে আমি দারুণ মানুষ মনে করি।

ঠিক ১২ বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কথা বললেন ফারহান আখতার। এ অভিনেতা ও নির্মাতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ তার অভিনয় ও সিনেমাকে নিয়ে অপমান করেছেন, তাই বিষয়টি নিয়ে আর তার সঙ্গে কথা বলতে চাননি।

ফারহান বলেন, আমি ২৫ বছর ধরে কাজ করছি। যাদের আমি চিনি, যাদের কাজ নিয়ে মনে হয়েছে কিছু বলার আছে, তাদের আমি ফোন করেছি বা দেখা করেছি। তবে সেটা ভালোবাসা আর সম্মানের জায়গা থেকে করেছি। যদি মনে হয় শুধু প্রকাশ্যে একটা মন্তব্য ছুড়ে দিলাম, যেটা আপনাকে তুচ্ছ করছে, তাহলে কেন আমি যোগাযোগ করব? যে মানুষ আপনাকে সম্মানই করে না, তার কাছে কেন যাব?

উল্লেখ্য, স্বনামধন্য কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের ছেলে ফারহান আখতার বলিউডে যাত্রা শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে—‘লামহে’ (১৯৯১) এবং ‘হিমালয় পুত্র’ (১৯৯৭) সিনেমায়। পরে পরিচালক হিসেবে ‘দিল চাহতা হ্যায়’, ‘লক্ষ্য’ ও ‘ডন’ তাকে আলোচনায় নিয়ে আসে। এরপর অভিনয়ে আসেন— ‘রক অন!’, ‘লাক বাই চান্স’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘দিল ধড়কনে দো’-এর মতো সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ