রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

বঙ্গোপসাগর থেকে ১২ জেলেসহ ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৫ প্রদর্শন করেছেন

সেন্ট মার্টিনের বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া নামক স্থান থেকে ১২ জন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ইঞ্জিনচালিত ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ট্রলারটি শাহপরীর দ্বীপ ডেইল পাড়া এলাকার স্থানীয় জেলে সুলতান মাঝির বলে জানা যায়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির আওতাধীন শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৩ হতে আনুমানিক ৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মায়ানমারের অভ্যন্তরে জলসীমানা থেকে তাদের আটক করে।
আটক জেলেরা শাহপরীর দ্বীপ বিভিন্ন এলাকার বাসিন্দা মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫), একজন বালুকখালী এলাকার বলে জানা যায়।
শাহপরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে শাহপরীর দ্বীপের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক মায়ানমার জলসীমানা দিয়ে আসার পথে আরাকান আর্মি দু’টি স্পিডবোটে করে এসে একটি মাছ ধরার ট্রলারকে ১২ জন মাঝিমাল্লাহ আটক করার বিষয়টি জানিয়েছেন মাছ শিকার করে ঘাটে ফিরে আসা জেলেরা। ট্রলারটি শাহপরীর দ্বীপ ডেইল পাড়া এলাকার বাসিন্দার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলার।
এদিকে, গত ১২ আগস্ট টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার বাসিন্দা ৫ জেলেকে আটক করেন মায়ানমার আরাকান আর্মি। ১১ দিন পার হলেও ছাড়ে নি আটক জেলেদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ