সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি অভিযানে দুই হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল সহ একজন আটক।

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৬ প্রদর্শন করেছেন

মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কক্সবাজারে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি কর্তৃক ২ দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী এবং ০১ টি স্কুটি মোটরসাইকেল আটক করা হয়ঃ

সাম্প্রতি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকায় মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদ পাওয়া যায়। ফলশ্রুতিতে অধিনায়কের পরিকল্পনা ও দিকনির্দেশনায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়। এই ধরাবাহিকতায় অদ্য ২৪ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় লেদাবাজার হতে কক্সবাজারগামী স্কুটি মোটরসাইকেল যোগে একজন যাত্রী হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে, কর্তব্যরত বিজিডি-১০৬৫ ডগ রকি (নারকোটিক্স) সাথে K-9 সদস্য নম্বর- ৯৪৩৯৮ সিপাহী আমিনুল ইসলাম কর্তৃক তল্লাশি চলাকালে ডগ রকি কে দেখে স্কুটি চালক পালানোর চেষ্টা করে পরবর্তীতে চেকপোস্টের নম্বর- ৭৭১৫৯ নায়েক মনিরুল ইসলাম চৌধুরী দৌড়ে উক্ত ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে ডগ কর্তৃক স্কুটি মোটরসাইকেলটি তল্লাশি করে পা দানীর নিচে সাদা টেপ দ্বারা প্যাচানো বডি ফিটিং একটি পোটলা উদ্ধার করা হয়। আটকৃত আবু বক্কর ছিদ্দিকি (৪৬), পিতা-জালাল আহম্মেদ, গ্রাম-পূর্ব লেদা দক্ষিণ হ্নীলা, ডাক- রঙ্গীখালী, থানা-টেকনাফ ও জেলা-কক্সবাজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত পোটলায় ইয়াবা ট্যাবলেট বহন করছিল এবং কক্সবাজারে নিয়ে অধিক লাভে বিক্রয় করবে বলে স্বীকার করে। ধারণা করা হয়, পূর্বে থেকেই এই যানবাহন ব্যবহার করে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। উদ্ধারকৃত পোটলা গণনা করে ২ দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উক্ত স্কুটি মোটরসাইকেলটি আরো বিশদভাবে তল্লাশি করে আর কোন মালামাল পাওয়া যায়নি।

২। এ ব্যাপারে টেকনাফ থানায় নিয়মিত মামলা করতঃ আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং স্কুটি মোটরসাইকেলটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ