বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

কে হচ্ছেন শাহরুখ কন্যার প্রিয়? অমিতাভের নাতি নাকি সালমানের ভাতিজা!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ আলোচনা ছিল। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে শাহরুখ কন্যা।

এক অনুষ্ঠানে সালমান খানের ভাই সোহেল খানের ছেলে নির্বাণ খানের সঙ্গে নাচতে দেখা গেছে সুহানাকে। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে উসকে উঠেছে নতুন প্রেমের গুঞ্জন।

বলা হয়, সিনেমায় নাম লেখানোর আগে বেশ আলোচনায় থাকেন বলিউড তারকাদের সন্তানরা। তাদের ব্যক্তিগত জীবন, পার্টি বা আড্ডা সবই থাকে আলোচকদের নজরে।

শাহরুখ কন্যাকে দর্শকেরা ইতোমধ্যেই দেখেছেন। জোয়া আখতারের ‘আর্চিজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির আগেই অগস্ত্য নন্দার সঙ্গে তার সম্পর্ক নিয়ে শুরু হয়েছিলো গুঞ্জন। এ নিয়ে দুজনে নীরব থাকলেও দিনে দিনে তোলপাড় হয়ে ওঠে বলিউডপাড়া।

এদিকে সালমান খানের ভাতিজা নির্বাণের সঙ্গে পার্টিতে মেতে ওঠেন সুহানা। ওই পার্টিতে উপস্থিত ছিলেন আরবাজ খানের ছেলে আরহান ও সালমানের বোন অর্পিতা। সেখানে সবার দেখা মিললেও অগস্ত্যের উপস্থিতি চোখে পড়েনি। ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। নেটিজেনদের মধ্যে গুঞ্জন উঠেছে- অগস্ত্য নন্দা এখন সুহানার অতীত, সঙ্গী সালমান খানের ভাতিজা।

শাহরুখ খান আগেই জানিয়েছিলেন, কন্যা সুহানা অভিনয় জগতে নিজের জায়গা করে নিতে চান।

২০২৩ সালে ওটিটিতে মুক্তি পাওয়া ‘আর্চিজ’ সিনেমায় অগস্ত্যের বিপরীতে অভিনয় করেছিলেন সুহানা। প্রথম সিনেমায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছিল তাকে। আগামী দিনে সুহানাকে দেখা যাবে বড় পর্দার ছবি ‘কিং’-এ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ