বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

২১ বলে ৯২ রান করা সিকান্দার বাংলাদেশ সিরিজে সাকিবের বদলে খেলবেন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডস দলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার রায়ান ক্লাইন ও ফ্রেড ক্লাসেন। এছাড়া ব্যক্তিগত কারণে অলরাউন্ডার সাকিব জুলফিকারও সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন।

সাকিবের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তারই ভাই সিকান্দার জুলফিকার। তিনিও সাকিবের মতো অলরাউন্ডার; তবে সাকিব পেস বোলিং অলরাউন্ডার, সিকান্দার স্পিন বোলিংয়ের সঙ্গে ব্যাটিংও করেন।

২৮ বছর বয়সী সিকান্দার ২০১৯ সালের পর এবার জাতীয় দলে ফিরেছেন। ২০২৩ সালে ইউরোপিয়ান ক্রিকেট লিগে নেদারল্যান্ডস এ দলের হয়ে স্পেনের বিপক্ষে মাত্র ২১ বলে ৯২ রান করেন তিনি।

দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন পেসার সেবাস্টিয়ান ব্রাট। তিনি নেদারল্যান্ডসের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২১ সালে। দলে নেওয়া হয়েছে ১৭ বছর বয়সী অলরাউন্ডার সেড্রিক ডি ল্যাংকে। বাঁহাতি এই ওপেনার লেগ স্পিনও করেন।

২০০৭ সালে জন্ম নেওয়া সেড্রিক কিছুদিন ধরে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলে পারফর্ম করেছেন। ১৭ বছর বয়সেই তিনি অনূর্ধ্ব–১৯ দলের মূল পারফর্মার। সর্বশেষ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ইউরোপ কোয়ালিফায়ারে ৫ ম্যাচে ১৭৭ রান করার পাশাপাশি ৭ উইকেটও নিয়েছেন। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ বাছাইয়ে সেঞ্চুরি করেছেন। এছাড়া মার্চে টি-১০ টুর্নামেন্টে ভুরবার্গ ক্রিকেট ক্লাবের হয়ে রোমা ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন। সম্প্রতি নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি প্রো সিরিজেও ভালো পারফর্ম করেছেন।

অধিনায়ক স্কট এডওয়ার্ডস সেড্রিককে নিয়ে বলেন, ‘তরুণ খেলোয়াড়দের দলে নেওয়া রোমাঞ্চকর। সেড্রিক গোটা মৌসুমে অসাধারণ খেলেছে এবং এই সুযোগ তার প্রাপ্য। আমরা উন্মুখ আছি দেখতে, সে এই সিরিজে কী করতে পারে। আশা করি তার সামনে দীর্ঘ ক্যারিয়ার আছে।’

ব্রাট ও সিকান্দারের দলে ফেরার বিষয়েও অধিনায়ক বলেন, ‘ব্রাটকে আবার দলে পাওয়া দারুণ। কিছু বছর হয়ে গেছে আমাদের হয়ে খেলেছে, তবে এবারের গ্রীষ্মে দারুণ সময় কাটিয়েছে। অভিজ্ঞতার মাধ্যমে দলে অবদান রাখবে। সিকান্দারও দলের গুরুত্বপূর্ণ একজন, ইনিংসের শেষ দিকে বড় শট খেলার ক্ষমতা তার আছে।’

এখন পর্যন্ত বাংলাদেশ ও নেদারল্যান্ডস মাত্র ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তবে এবারই প্রথম ডাচরা বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৩০ আগস্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ