বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

উত্তাল বরিশাল নার্সিং কলেজ তিন শিক্ষকের বহিষ্কার দাবিতে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষককে বহিষ্কারের দাবিতে চতুর্থ দিনের মত ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে কালো কাপড়ে চোখ মুখ ঢেকে এই বিক্ষোভ কর্মসূচি করেন তারা। এসময় অবিলম্বে তিন শিক্ষককে বহিষ্কার ও প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশের দাবি জানান তারা।

এই কর্মসূচির অংশ হিসেবে চার দিন ধরে ক্লিনিক্যাল ও ল্যাব প্র্যাকটিস এবং ক্লাস বর্জন করে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি করছে তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। গত ৬ মে আমাদের আন্দোলনে বহিরাগতদের এনে হামলা চালানো হয়। আমরা হামলাকারী ও তাদের মদদদাতা কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলাম।

তারা বলেন, ঘটনার দীর্ঘ চার মাস হয়ে গেলেও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিক্ষক আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগম এখনো স্বপদে বহাল আছেন। আমাদের লাঞ্ছিত করেও যারা ক্যাম্পাসে আছেন তাদের অনতিবিলম্বে বদলি বা অপসারণ করতে হবে।

স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন বরিশাল নার্সিং কলেজের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের দাবি না মানলে এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ