বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

মাহিয়া মাহি আটক পুরুষ সঙ্গীসহ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

বরিশাল নগরীর পোর্ট রোডের একটি অভিজাত আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহিকে এক পুরুষ সঙ্গীসহ আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকেই শহরজুড়ে শুরু হয়েছে আলোচনা। খবরটি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

জানা গেছে, ঘটনাটি ঘটে বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতের দিকে। পুলিশের নিয়মিত চেকিং অভিযানে হোটেল রোদেলায় ঢুকে পড়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল। সেখানে একটি কক্ষে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে অবস্থানরত মাহিয়া মাহি ও তার পুরুষ সঙ্গীকে পাওয়া যায়।

তাদের সঙ্গে ছিলেন আরও একজন তরুণী। তাকেও পুলিশ সহযোগী হিসেবে আটক করে। সঙ্গের পুরুষকে স্বামী পরিচয় দিলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে পুলিশ তাদের থানায় নিয়ে যায় যাচাই-বাছাইয়ের জন্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, ‘হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন পুরুষকে থানায় আনা হয়েছে। তারা ‘স্বামী-স্ত্রী’ বললেও বিষয়টি যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে নেই।’

মাহিয়া মাহি ও তার সহযোগীদের থানায় আনার খবরে একদল সংবাদকর্মী ছুটে যান হোটেল রোদেলার সামনে। কিন্তু তাদের ক্যামেরা দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন মাহি ও তার সঙ্গীরা। চোখের সামনে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন মাহির সঙ্গীরা। কেউ কেউ হাত থেকে ক্যামেরা কেড়ে নিতে যান বলেও অভিযোগ উঠেছে।

টিকটকে নানা বিতর্কিত কনটেন্ট তৈরি করে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে এসেছেন মাহিয়া মাহি। অশ্লীল ও বিতর্কিত ভিডিওর কারণে একাধিকবার নেটিজেনদের রোষানলে পড়েছেন। এবার হোটেল কাণ্ডে নতুন করে শুরু হলো তার বিরুদ্ধে সমালোচনার ঝড়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ