দেশের শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ২১তম বর্ষপূর্তি উৎসব পালনের প্রস্তুতি সভা সোমবার (১ সেপ্টেম্বর) হাতেম আলী সড়কে স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি রইছ উদ্দিন।
সভায় ৯ সেপ্টেম্বর অধ্যাপক যতীন সরকার স্মরণে স্মরণসভা, ১৭ সেপ্টেম্বর বর্ণিল শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা, ২০ সেপ্টেম্বর হোসেনপুর জমিদারবাড়ি ও কটিয়াদী সত্যজিৎ বিশ্বাসের বাড়ি পরিদর্শন, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২২ সেপ্টেম্বর ‘মুক্তমনে স্বপ্ন আঁকি’ স্লোগানে চিত্রাংকন প্রতিযোগিতা, মাদকবিরোধী প্রচারাভিযান, বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা, শুদ্ধ শব্দ উৎসবের প্রতিযোগিতা, ২৭ সেপ্টেম্বর সাংস্কৃতিক উৎসব, ৩০ সেপ্টেম্বর স্কাউটে স্বজন পরিবারের শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার, জিপিএ-৫ প্রাপ্ত এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, সহ-সম্পাদক লুৎফা বেগম রূপা, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, স্বজন হারুন অর রশিদ, নজরুল ইসলাম মিন্টু, গোলাম মোহাম্মদ, আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, হারুন মিয়া প্রমুখ।