মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

বলিউড তারকাদের পথ ধরে স্বরাও কি রাজনীতিতে?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সিনেমা ছাড়াও বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন। এবার আলোচনায় এলেন রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করে।

অনুরাগীদের অনেকেই ধরে মনে করছেন, রাজনীতিবিদকে বিয়ে করায়  অনেক বলি তারকার মতো হয়তো স্বরা ভাস্করও রাজনীতির মঞ্চে পা রাখতে চলেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ নিয়ে যে কথা বললেন স্বরা ভাস্কর।

অভিনেত্রী বলেন, সবাই ভাবছেন— আমি হয়তো রাজনীতিতে যোগ দিতে চাই। আমাকে এ নিয়ে প্রশ্ন করলে আমি একটাই জবাব দিই, তা হলো— রাজনীতি শুধুই রাজনীতি নয়; এর সঙ্গে জুড়ে রয়েছে অসংখ্য সাধারণ মানুষের খোঁজ নেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, আমজনতার মাঝে গিয়ে তাদের সমস্যার কথা শোনা এবং তার সমাধান করা। তিনি বলেন, তাই যারা মনে করেন যে, রাজনীতি করা মানেই শুধু ক্ষমতার ব্যবহার, তা ঠিক নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেক বিষয়, অনেকরকমের দায়িত্ব।

স্বরা ভাস্কর বলেন, আমি ফাহাদের সব প্রচারে অংশ নিয়েছিলাম। আমি নিজে সেখানে গিয়ে বুঝেছি যে, রাজনীতি কোনো সহজ বিষয় নয়। আর আমি এ কাজের জন্য উপযুক্ত নই। তিনি বলেন, আমি যা বলি তা নিয়েই বিতর্ক শুরু হয়। রাজনীতিতে গেলে কি আমি প্রতিদিনই বিতর্কের জন্ম দেব? আমার মধ্যে নেতা হওয়ার সেই ধৈর্য ও ক্ষমতা নেই। এটা খুবই কঠিন কাজ বলে জানান এ অভিনেত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ