চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি তিন ম্যাচ খেলে ফেললেও মাঠে নামা হয়নি দলটির মূল গোলকিপার এদেরসন মোরায়েসের। তাতে ধরেই নেওয়া হয়েছিল, এই মৌসুমেই সিটিজেন সঙ্গ ছাড়তে চলেছেন এই ব্রাজিলিয়ান। অবশেষে গ্রীষ্মকালীন দলবদলের শেষদিনে পেপ গার্দিওলার দলকে বিদায় বলে তুর্কি ক্লাব গালাতাসারাইয়ে নাম লিখিয়েছেন তিনি।
এদিকে এদেরসনের বদলি বেছে নিতে একমুহূর্তও দেরি করেনি সিটি। পিএসজির ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দলে ভিড়িয়েছে তারা। বিবিসির তথ্যমতে– ৫ বছরের জন্য ২৬ মিলিয়ন পাউন্ডে (৪২৮ কোটি ৫৬ লাখ টাকা) দোন্নারুমার সঙ্গে চুক্তি হয়েছে ম্যানসিটির। এরসঙ্গে আরও এক বছরের মেয়াদ বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এর আগে বার্নলি থেকে তরুণ ইংলিশ গোলকিপার জেমস ট্রাফোর্ডকেও দলে টেনেছে সিটি। তবে প্রিমিয়ার লিগে দলটির দ্বিতীয় ম্যাচেই একাধিক ভুল করে বসেছেন ২২ বছরের এই তরুণ গোলকিপার। তাই দলবদলের শেষদিনে দোন্নারুম্মাকে সাইন করায় কিছুটা স্বস্তি পাচ্ছেন সিটি সমর্থকরা।
ম্যানসিটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত ইতালির নাম্বার ওয়ান দোন্নারুমা, ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আমার জন্য বিশেষ এবং গর্বের মুহূর্ত। বিশ্বসেরা প্রতিভাবানদের নিয়ে গড়া স্কোয়াডে যুক্ত হয়েছি, যেখানে বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা আছেন। এই ক্লাবে খেলতে পারা আমার জন্য বড় সুযোগ ও সম্মানের।’
এখন পর্যন্ত ক্লাব ফুটবলে ৪১২টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই গোলকিপার, ইতালি জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৪ ম্যাচ। জাতীয় দলের হয়ে ২০২০ ইউরো এবং পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল দোন্নারুমার।
এদিকে সিটির সঙ্গে ৮ বছরের যাত্রা শেষ করে ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন ১৪ মিলিয়ন ইউরোতে ফেনারবাচে যোগ দিয়েছেন। ৩২ বছর বয়সী এই তারকা সিটিতে যুক্ত হয়েছিলেন ২০১৭ সালে। ক্লাবটির হয়ে সবমিলিয়ে ৩৭২ ম্যাচ খেলেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপসহ ১৫টি মেজর ট্রফি।