বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

কন্যা সন্তানের ভুয়া ছবি নিয়ে বিপাকে কিয়ারা-সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি চলতি বছরের জুলাই মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। খুশির খবরটি তারা দ্রুতই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেও জন্মের পরপরই মিডিয়া ও পাপারাজ্জিদের অনুরোধ করেছিলেন যেন মেয়ের কোনো ছবি তোলা না হয়।

এদিকে সিদ্ধার্থ মালহোত্রা বর্তমানে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পরম সুন্দরী’-এর সাফল্যে ভাসছেন। নতুন ছবির আনন্দের সঙ্গে কন্যা সন্তানের আগমন তাকে যেন দ্বিগুণ খুশি এনে দিয়েছে।

তবে সম্প্রতি এই তারকা দম্পতি এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের মেয়েকে কোলে নেওয়া কিছু ছবি ভাইরাল হয়েছে। শুরুতে অনেকে ভেবেছিলেন ছবিগুলো সত্যি। পরে জানা যায়, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদিত ভুয়া ছবি। আসল ছবির মতো করেই বানানো এসব ভুয়া ছবিতে অনেকেই বিভ্রান্ত হয়েছেন।

এর আগে সন্তানের জন্মের পর সিদ্ধার্থ-কিয়ারা পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করে জানিয়েছিলেন—’আমাদের কন্যা এসেছে! এই বিশেষ মুহূর্তে সামান্য মিষ্টি ভাগাভাগি করলাম। দয়া করে ছবি নয়, শুধু আশীর্বাদ চাই।’

তাদের মতো আরও অনেক তারকা দম্পতি সন্তানদের জন্য গোপনীয়তা চেয়ে আসছেন। আনুশকা শর্মা, রণবীর কাপুর, আলিয়া ভাট, রানি মুখার্জি-আদিত্য চোপড়ার মতো বলিউড তারকারাও সন্তানদের ছবির ব্যাপারে মিডিয়ার সহযোগিতা কামনা করেছেন নিয়মিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ