বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

বিতর্কের মাঝেই শুভশ্রীকে নিয়ে মুখ খুললেন দেব

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

‘ধূমকেতু’ রিলিজের পরেই ফের মনোমালিন্য টালিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীর। সম্প্রতি দেবের একটি মন্তব্যকে ঘিরে টলিউডে তুমুল বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছিল, আজ যদি তার প্রযোজনা সংস্থা আবার ‘ধূমকেতু’ বানাত, তবে কি তিনি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন? এর জবাবে অভিনেতা জানান, শুভশ্রী এখন দুই সন্তানের মা, তাই আগের মতো মুখের সারল্য আর নেই। ফলে হয়তো তাকে অন্য কোনো চরিত্রে ভাবা যেত। বিষয়টি ভালোভাবে নেননি শুভশ্রী ও তার ভক্তরা, শুরু হয় দেবকে নিয়ে সমালোচনা।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, পালটা প্রতিক্রিয়ায় শুভশ্রীও বলেন, ২০২৫ সালে দাঁড়িয়ে এভাবে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক। আমি চরিত্র করতে কখনও আপত্তি করি না। তবে সহশিল্পীর সঙ্গে প্রচার করতে গিয়ে এমন মন্তব্য মানা যায় না।

তীব্র সমালোচনার পর এবার নিজেই মুখ খুললেন দেব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় শুভশ্রী যেটা বলেছে সেটা ভালোবাসা থেকেই এসেছে। কারণ এক ঘণ্টা জুড়ে যদি কাউকে নিয়েই কথা বলা হয়, সেটা অভিমান নয়, ভালোবাসারই প্রকাশ। পুরো প্রমোশন জুড়ে আমি ওকে সুপারস্টারের মতোই সম্মান দিয়েছি। বিষয়টি নিয়ে তিনি আরও স্পষ্ট করে বলেন, আমি কোথাও বলিনি যে ওর মা হওয়ার কারণে সারল্য নেই। আমি বলেছিলাম আমাকেও কাস্টিং করা হত না, কারণ আমাকেও আগের মতো দেখায় না। বিষয়টা ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি বরাবর চেয়েছি শুভশ্রী যেন সম্মানিত হয়।

দেব জানান, বিতর্কিত সাক্ষাৎকারের পর তিনি নিজে শুভশ্রীকে ফোন করেছিলেন। জানতে চেয়েছিলেন, তার খারাপ লেগেছে কিনা। শুভশ্রী তখন জানিয়েছিলেন, কিছু হয়নি। তবুও দেব নায়িকার সঙ্গে সম্পর্কের বন্ধন অটুট রাখতে চেয়েছেন। শেষে দেব বলেন, আমাদের যাত্রাটা দীর্ঘ। বাইরে অনেক কিছু বলা হয়, কিন্তু ঘরের মানুষ যদি কষ্ট দেয়, তখনই আসল ব্যথা লাগে। তবুও আমি চাই শুভশ্রীর জন্য সবসময় ভালো হোক।

প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটি দীর্ঘদিন পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরেছেন। সিনেমাটি এখনো দাপটের সঙ্গে প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটির শুটিং ১০ বছর আগে করা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ