চাঁদপুরে মাদকবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার চান্দ্রা বাজার ঈদগাহ ময়দানে সচেতন মহলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, অধিকাংশ অপরাধের নেপথ্যের কারণ হচ্ছে মাদক। এই ভয়াবহ ব্যাধি থেকে মুক্তির জন্য দরকার সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা। পাশাপাশি সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে হবে।
তিনি আরও বলেন, চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে প্রতিমাসে গড়ে ৯০ থেকে ১০০টি মাদক মামলা হচ্ছে। সীমাবদ্ধতার মধ্যেও আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদকসেবী ও বিক্রেতাদের তথ্য দেবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রথম ১০ জন তথ্যদাতাকে ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
সভায় এসপি জানান, চান্দ্রা ইউনিয়নে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনা করা হবে এবং গোয়েন্দা পুলিশও সক্রিয়ভাবে কাজ করবে।
সভায় সভাপতিত্ব করেন জুলাই আন্দোলনে নিহত শহীদ তাজুল ইসলামের বাবা আনোয়ার উল্যাহ পাটোয়ারী। বক্তব্য দেন চাঁদপুর জেলা জজ আদালতের আইন কর্মকর্তা ও সমাজসেবক অ্যাডভোকেট মো. শাহজাহান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকুর চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক শেখ জয়নাল আবেদীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া, চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, আইনজীবী আব্দুল কাদের খান প্রমুখ।
শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান বক্তব্যে বলেন, মাদকের সঙ্গে জড়িত এবং অপরাধ থেকে ফিরে আসতে আগ্রহীদের বিকল্প কর্মসংস্থান তৈরিতে আমি নিজে সহযোগিতা করবো। বিদেশে অবস্থানরত প্রবাসীরাও এই কাজে সাহায্যের ইচ্ছা প্রকাশ করেছেন।
এছাড়া সভায় একটি ‘মাদকবিরোধী অভিযোগ বক্স’ স্থাপন করা হয়। সেখানে স্থানীয়রা গোপনে মাদকসেবী ও ব্যবসায়ীদের নামের তালিকা জমা দেন। আলোচনা সভা শেষে উদ্যোগক্তা অ্যাডভোকেট মো. শাহজাহান খান ওই অভিযোগ বক্স পুলিশ সুপারের হাতে তুলে দেন।