বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

নুরের ওপর হামলার প্রতিবাদে ধামরাইয়ে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

ঢাকার ধামরাইয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ধামরাই উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কালামপুর বাসস্ট্যান্ডে ধামরাই উপজেলা গণঅধিকার পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল করা হয়। মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘসময় মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ মিছিল শেষে ঢাকা জেলা উত্তরের গণঅধিকার পরিষদের সভাপতি গাজী রুবেল রানা সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন ঢাকা উত্তর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রিপন, ধামরাই উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হাবিবুর রহমান, ধামরাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রুহুল আমীন, ধামরাই উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক ইমরান হোসেন প্রমুখ।

 

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নিবন্ধন বাতিলসহ ভিপি নুরের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন। যদি শাস্তির আওতায় না আনা হয়, তবে তারা আরও কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ