বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। তার মৃত্যুর আগে হবু বউমা অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে যে কথা বলেছিলেন, তা সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। আলিয়া ভাটের জন্মদিনে তাকে স্মরণ করে সেই পুরোনো স্মৃতি সামনে এনেছেন অনেকেই।
এর আগে ২০১৮ সালে এক সাক্ষাৎকারে অভিনিতা ঋষি কাপুর ভারতীয় সিনেমার বর্তমান অবস্থা এবং তরুণ প্রজন্মের অভিনেতাদের নিয়ে কথা বলছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল— কোন অভিনেতা-অভিনেত্রী তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন। কোনো দ্বিধা ছাড়াই ঋষি কাপুর তখন আলিয়া ভাটের নাম বলেছিলেন।
ঋষি কাপুর বলেন, আলিয়া ভাটের মতো একজন অভিনেত্রীর প্রশংসা করতেই হয়, যিনি হাইওয়ে এবং রাজির মতো চ্যালেঞ্জিং চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।
এ অভিনেতা বলেন, এই অল্প বয়সে একটি পুরো চলচ্চিত্রকে নিজের কাঁধে বহন করা খুবই কঠিন এবং কেবল একজন দক্ষ অভিনেত্রীই এটি করতে পারেন। এ ছাড়া এ ধরনের চরিত্র পাওয়ার জন্যও একজনকে যথেষ্ট ভাগ্যবান হতে হবে। আলিয়া ভাগ্যবান এবং অবশ্যই তার প্রতিভাও আছে।
কাপুর পরিবারের ঐতিহ্য মেনে চলচ্চিত্রে প্রবেশ করলেও ঋষি কাপুর নিজের অভিনয় গুণে দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি তার ছেলে রণবীর কাপুরের প্রেমের সম্পর্ক নিয়ে প্রায়শই কথা বলতেন।
গণমাধ্যম সূত্র জানায়, অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের সম্পর্ক নীতু কাপুর মেনে নিতে পারেননি। তবে আলিয়া ভাটের ক্ষেত্রে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। রণবীরের মা নীতু কাপুর আলিয়াকে মন থেকে স্বাগত জানিয়েছিলেন এবং ঋষি কাপুরও আলিয়ার অভিনয়ের মুগ্ধ ভক্ত ছিলেন।
অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুরের প্রেম সেই সময় সবেমাত্র শুরু হয়েছিল। প্রায় পাঁচ বছর প্রেম করার পর ঋষি কাপুরের মৃত্যুর দুই বছর পর ২০২২ সালে এ তারকা জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন।