সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

স্বামী যেতে না যেতেই ‘প্রেমিক’ এলো ঘরে, শিল্পার জীবনে নতুন মোড়!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

বলিউডের তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার সময়টা ভালো যাচ্ছে না। সম্প্রতি তাদের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। এর মধ্যে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে এ তারকা দম্পতির বিরুদ্ধে। এর মাঝেই নাকি বাড়ি ছেড়ে চলে গেছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এ খবরের মাঝেই শোনা গেল আরেক ঘটনা; প্রেমে পড়েছেন শিল্পা শেঠিও। সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানা গেছে এমন খবর।

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত সিনেমা ‘মেহর’। এ সিনেমা মুক্তির আগেই তিনি ঘোষণা করেছিলেন, প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যা ত্রাণে দান করবেন। তাতেও সাড়া পড়েনি। এবার নাকি স্ত্রীও ভুলতে বসলেন তাকে।

এদিকে কোরিওগ্রাফার ফারাহ খান আসেন শিল্পা শেঠির বাড়িতে। তার নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। বাড়িতে ঢুকে ফারহা রাজের কথা জিজ্ঞেস করতেই শিল্পা বলেন, তার স্বামী নয়; বরং প্রেমিকের সঙ্গেই এ বাড়িতে থাকছেন তিনি। অভিনেত্রীর এমন কথা শুনেই চক্ষু ছানাবড়া এ পরিচালকের। মজা করে ফারহা বলেন, এই তো জীবন স্বামী যেতে না যেতেই প্রেমিক এলো ঘরে।

শিল্পা শেঠি বলেন, তিনি এক সর্দারজির প্রেমে পড়েছেন। সেই সর্দারজি আসলে আর কেউ নন, আমার স্বামী রাজ-ই। তার ‘মেহর’ নামে যে সিনেমাটি মুক্তি পেয়েছে, সেখানে তাকে সর্দারের চরিত্রেই দেখা গেছে। বলা যায়, শিল্পা কোমর বেঁধে স্বামীর প্রচারে মাঠে নেমেছেন।

উল্লেখ্য, বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ বস ১৯’ শুরু হয়েছে। সেখানেও যোগ দেন রাজ কুন্দ্রা। পাশাপাশি তার তিনটি পাঞ্জাবি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এ বছরের শুরুটা ভালো হয়েছিল রাজের। কিন্তু হঠাৎ করে প্রতারণা মামলায় নতুন করে বিতর্কে জড়াবেন, তা বোধহয় টের পাননি রাজ-শিল্পা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ