মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

সালমান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ‘দাবাং’ পরিচালক

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘দাবাং’ শুধু তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টই ছিল না, ছিল বলিউডের মূলধারায় এক বিপ্লবী মোড়। ২০১০ সালে মুক্তি পাওয়া এই সুপারহিট সিনেমার ঝলমলে সাফল্যের আড়ালে যে সম্পর্কের টানাপোড়েন, ক্ষমতার রাজনীতি এবং শিল্পের প্রতি অবহেলা লুকিয়ে ছিল, তা এবার সাহসিকতার সঙ্গে প্রকাশ্যে আনলেন পরিচালক অভিনব কাশ্যপ।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শুধু সালমানের ব্যক্তিত্বই নয়, গোটা খান পরিবারের ইন্ডাস্ট্রি-নিয়ন্ত্রণের কৌশলকে তীব্র ভাষায় তুলাধোনা করেন পরিচালক।

অভিনব কাশ্যপ বলেন, সালমান খান এবং তার পরিবার বলিউডে স্টার সিস্টেমের ভিত্তি গড়ে তুলেছে, যা এখন এক প্রকার অদৃশ্য শাসনব্যবস্থা। ‘দাবাং’ পরিচালক বলেন, ওরা প্রতিশোধপরায়ণ। আপনি যদি ওদের তালে না তাল মিলিয়ে চলেন, ওরা আপনাকে টার্গেট করবে। ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা এ পরিবার পুরো প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণ করে। এটা শুধু ক্ষমতার খেলা নয়, এটা শিল্পের গলা টিপে ধরার কৌশল বলে জানান অভিনব কাশ্যপ।

এ পরিচালক বলেন, তার ভাই অনুরাগ কাশ্যপ ‘তেরে নাম’ সিনেমার সময় একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, অনুরাগ আমাকে বলেছিল সালমানের সঙ্গে কাজ করো না। যদিও ও বিস্তারিতভাবে কিছু বলেনি, কিন্তু ওর ভয় ছিল আমি সহজেই বুলির শিকার হয়ে যাব। কারণ ও এই শকুনদের চিনত।

অভিনব বলেন, ‘তেরে নাম’-এর স্ক্রিপ্ট অনুরাগই লিখেছিলেন। কিন্তু বনি কাপুরের খারাপ ব্যবহারের কারণে ও সরে যায়। ওকে কোনো ক্রেডিটও দেওয়া হয়নি। আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। ভালো সিনেমার ভিত্তি হলো ভালো স্ক্রিপ্ট, যেটা ওরা সম্মান করে না। ওরা শুধু স্টারডমকে পুঁজি করে, শিল্পকে নয়।

সালমানের আচরণ নিয়ে অভিনব কাশ্যপ আরও বলেন, তিনি একজন গুন্ডা। পরিচালক বলেন, সালমান কখনো অভিনয়ে আগ্রহ দেখাননি। গত ২৫ বছর ধরে তার মধ্যে কোনো শিল্পীসত্তা নেই। তিনি যেন করুণা করে শুটিংয়ে আসেন, যেন সেটে উপস্থিত হয়েই তিনি উদ্ধার করলেন।

অভিনব বলেন, সালমান সেলিব্রিটি হওয়ার ক্ষমতায় মুগ্ধ, কিন্তু অভিনয়ের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। ‘দাবাং’ সিনেমার আগে আমি এসব জানতাম না। তিনি একজন গুন্ডা অসভ্য এবং একজন খারাপ মানুষ।

যদিও সামাজিক মাধ্যমে পরিচালক অভিনব কাশ্যপের এসব মন্তব্যের পরও পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখাননি সালমান খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ