সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ প্রদর্শন করেছেন

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর তা উদ্ধার করা হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে অচল হয়ে পড়া ট্রেন চলাচল পূনরায় শুরু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে জেলার আক্কেলপুর উপজেলার ভদ্রকালি এলাকায় এ ট্রেন লাইনচ্যুতের ঘটনাটি ঘটে। এতে কেউ অবশ্য আহত হয়নি। ক্ষয়ক্ষতিও হয়নি।

ওই ট্রেনের যাত্রী ও সংশ্লিষ্ট রেলস্টেশন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশন স্টেশন ছেড়ে হলহলিয়া রেলসেতু পার হয়ে প্রায় দেড় কিলোমিটার পর বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাওয়ার কারের দায়িত্বে থাকা লোকজনদের ঘটনাটি জানানো হয়। এরপর পৌনে ৪টার দিকে ট্রেনটি লাইনচ্যুত ভদ্রকালী এলাকায় এসে থামানো হয়। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্ত:নগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। খবর পেয়ে দ্রুত রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটিকে উদ্ধার করলে প্রায় ৫ ঘণ্টা পর সকাল ৯টা থেকে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। অবশ্য এমন ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ