বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

কাতারে হামাস নেতাদের ওপর হামলা ‘সফল’, দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

কাতারে হামাসের নেতৃত্বের ওপর চালানো বিমান হামলা সফল হয়েছে বলে ক্রমেই আশাবাদী হচ্ছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আর্মি রেডিও এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

ইসরাইলি সামরিক কর্মকর্তাদের দাবি, এ অভিযানে ১০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং তারা হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ১০টিরও বেশি গোলাবারুদ নিক্ষেপ করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেগুলো সেই ভবনে আঘাত হানে, যেখানে হামাস নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

ইসরাইলি বিমানগুলোকে অভিযানের পথে ও ফেরার সময় একাধিকবার আকাশেই জ্বালানি সরবরাহ করা হয়।

একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘সবকিছু ভালোই দেখাচ্ছে। আমরা জানতাম হামাস কীভাবে এ ঘটনার সত্যতা গোপন করার চেষ্টা করবে।’

তবে এর আগে হামাসের একটি সূত্র রয়টার্সকে জানায়, যুদ্ধবিরতি আলোচনাকারী দলের কর্মকর্তারা ইসরাইলি হামলা থেকে বেঁচে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ