আজ শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠছে টুর্নামেন্টের। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল।
মহাদেশীয় শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াইটি বসবে কুড়ি কুড়ির ফরম্যাটে। ২০১৬ ও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল। দু’বারই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হয় এশিয়া কাপ। ৮ দলের এবারের আসরও টি-টোয়েন্টি ফরম্যাটের। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে যেখানে তাদের সঙ্গী আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। ছোট ফরম্যাটে বড় লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক এশিয়া কাপের যত রেকর্ড—
১৭
এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর বসছে আজ। এটি টি ২০ সংস্করণের তৃতীয় এশিয়া কাপ। আগের ১৬ আসরের ১৪টি হয়েছে ওয়ানডে সংস্করণে।
৮
এশিয়া কাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি আটটি দল অংশ নিচ্ছে।
৩
এখন পর্যন্ত এশিয়া কাপ জিতেছে মাত্র তিনটি দেশ। সবচেয়ে বেশি আটবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শ্রীলংকা ছয়বার ও পাকিস্তান দুবার শিরোপা জিতেছে। এছাড়া বাংলাদেশ তিনবার রানার্সআপ হয়েছে। এর বাইরে কোনো দল ফাইনালেই উঠতে পারেনি।
৪২৯
টি ২০ সংস্করণের এশিয়া কাপে ১০ ম্যাচে সর্বোচ্চ ৪২৯ রান ভারতের বিরাট কোহলির। ছয় ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২৮১ রান পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের। ওয়ানডে সংস্করণে ২৫ ম্যাচে সর্বোচ্চ ১২২০ রান শ্রীলংকার সনথ জয়সুরিয়ার। ২৪ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১০৭৫ রান আরেক লংকান কুমার সাঙ্গাকারার।
১৩
টি ২০ সংস্করণের এশিয়া কাপে ছয় ম্যাচে সর্বোচ্চ ১৩ উইকেট ভারতের ভুবনেশ্বর কুমারের। ওয়ানডে সংস্করণে ২৪ ম্যাচে সর্বোচ্চ ৩০ উইকেট শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরনের।
১২২
টি ২০ সংস্করণের এশিয়া কাপে সর্বোচ্চ ১২২ রানের ব্যক্তিগত ইনিংস ভারতের বিরাট কোহলি ও হংকংয়ের বাবর হায়াতের। ওয়ানডে সংস্করণেও সর্বোচ্চ ১৮৩ রানের ব্যক্তিগত ইনিংস কোহলির, ২০১২ আসরে পাকিস্তানের বিপক্ষে।
৫
টি ২০ সংস্করণের এশিয়া কাপে সেরা বোলিং আফগানিস্তানের বিপক্ষে ভারতের ভুবনেশ্বর কুমারের চার রানে পাঁচ উইকেট। এই সংস্করণে পাঁচ উইকেট নেই আর কারও। ওয়ানডে সংস্করণে সেরা বোলিং ভারতের বিপক্ষে শ্রীলংকার অজন্তা মেন্ডিসের ১৩ রানে ছয় উইকেট।
২১২
টি ২০ সংস্করণে সর্বোচ্চ দলীয় স্কোর আফগানিস্তানের বিপক্ষে ভারতের দুই উইকেটে ২১২ রান। ওয়ানডে সংস্করণে সর্বোচ্চ দলীয় স্কোর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সাত উইকেটে ৩৮৫ রান।
৩৮
টি ২০ সংস্করণে সর্বনিম্ন দলীয় স্কোর পাকিস্তানের বিপক্ষে হংকংয়ের ৩৮ রান। ওয়ানডে সংস্করণে সর্বনিম্ন দলীয় স্কোর। ভারতের বিপক্ষে শ্রীলংকার ৫০ রান।
১৩
টি ২০ সংস্করণে আট ম্যাচে সর্বোচ্চ ১৩টি ছক্কা আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানের। ওয়ানডে সংস্করণে ২৮ ম্যাচে সর্বোচ্চ। ২৮ ছক্কা ভারতের রোহিত শর্মার।
৩
টি ২০ সংস্করণের এশিয়া কাপে সর্বোচ্চ তিনবার শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের মাশরাফি মুর্তজা। ওয়ানডে সংস্করণেও সর্বোচ্চ তিনবার করে ডাক মারা চার ব্যাটারের দুজন বাংলাদেশের রুবেল হোসেন ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।