বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় মানবপাচারের দায়ে ৭ জনের ২০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ প্রদর্শন করেছেন

দক্ষিণ আফ্রিকার ঘাউটেং হাইকোর্টে মানবপাচার, অপহরণ ও অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে চারজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ৭ চীনা নাগরিক প্রত্যেককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) জোহানেসবার্গের দক্ষিণ বিভাগীয় আদালত এ রায় ঘোষণা করে।

মামলার বিবরণে জানা যায়, জোহানেসবার্গের দক্ষিণে অবস্থিত শিল্প এলাকা ভিলেজ ডিপের একটি সুতির কাপড়ের কারখানায় ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৯১ জন শ্রমিককে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় পাচার করে নিয়ে আসে। সেই অবৈধ মালাউইয়ান নাগরিকদেরকে পাচারের দায়ে ৭জনকে ২৫ ফেব্রুয়ারি দোষী সাব্যস্ত করা হয়।

আসামিরা হলেন- শু-উয়েই সাও (৪২), বিয়াও মা (৫০), হুই চেন (৫০), কুইন লি (৫৬), ঝো জিয়াকুইং (৪৬), জুনিং দাই (৫৮) এবং ঝিলিয়ান ঝাং (৫১)।

২০১৯ সালের ১২ নভেম্বর ঐ পোশাক কারখানায় পুলিশ অভিযান চালিয়ে ৯১ জন মালাউইয়ান অবৈধ অভিবাসী উদ্ধার করে। যার মধ্যে ৩৭ জন শিশু ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগীদের অমানবিক পরিবেশে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হয়েছিল। হিউম্যান ট্রাফিকিং ও অপ্রাপ্ত বয়সী কর্মচারী কর্মস্থলে রাখার অপরাধে আদালত মানব পাচার এবং অপহরণের অভিযোগে দোষী সাব্যস্ত করে। তাদের প্রত্যেককে ২০ বছরের শাস্তি প্রদান করেছে আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ