বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

শ্রীলংকা-আফগানদের মাথাব্যথার কারণ এই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ প্রদর্শন করেছেন

গতকাল হংকংকে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল শ্রীলংকা আর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সাম্প্রতিক কয়েক ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের দুর্দান্ত ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাবেক তারকা ওয়াসিম জাফর ও মুরালি কার্তিক।

এশিয়া কাপের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৪৫ রান করে সিরিজসেরার পুরস্কার পেয়েছিলেন লিটন। হংকংয়ের বিপক্ষে ৩৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন লিটন।

লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ওয়াসিম জাফর বলেন, ‘লিটন দাস শুরুতে ধীরে খেলছিল। বোলারদের এরপর সেই পিটিয়েছে। স্মার্ট ব্যাটিং করেছে।’

ভারতের সাবেক ক্রিকেটার আরও বলেন, ‘আফগানিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হয়তো এ রকম খেলবে না। তাদের (লঙ্কা-আফগানিস্তান) বিপক্ষে অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোন ধরনের বোলারদের মুখোমুখি হচ্ছে, সেটা তারা (বাংলাদেশ) জানে।’

ভারতের আরেক তারকা মুরালি কার্তিক বলেন, ‘লিটনের ইনিংসটা ছিল অমূল্য। ১৫২ স্ট্রাইকরেটে ব্যাটিং করছিল। সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আজ (গত রাত) তার ব্যাটিংয়ে বোঝা গেছে। ৯৫ রানের জুটিতে লিটনের অবদানই বেশি। হৃদয় বলের সমান রান করেছিল। তরুণ দলকে আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। লিটন তা-ই করেছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ