বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

আফগান কোচ জানেন ‘এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ প্রদর্শন করেছেন

এশিয়া কাপের ১৭তম আসর চলছে। টুর্নামেন্টের নবম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জয়-পরাজয়ের ওপর অনেক কিছু নির্ভর করছে।

বাংলাদেশ জিতলে সুপার ফোরে চলে যেতে পারে। তবে হেরে গেলে কোনো সমীকরণ প্রয়োজন নেই, বিদায় নিশ্চিত হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন আফগানিস্তানের কোচ জনাথন ট্রট। তিনি ভাবতেন, বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে। সংবাদ সম্মেলনে তার ভুল ভাঙতেই চমকিয়ে উঠেন।

জনাথন ট্রট বলেন, ‘আমারও তাই মনে হয়। তবে দেখুন বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে’। পরে সাংবাদিকরা ভুল ধরিয়ে দিলে বলেন, ‘ওহ আচ্ছা, ফাইনাল খেলেছে। তারা এখন ট্রফি জিততে চায়।’

এরপরেও ট্রটের মনে হতে থাকে, কোথাও কোনো ভুল হচ্ছে। আবারো দাবি করলেন, ওয়ানডেতে একবার এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এরপর গুগোল চেক করে নিশ্চিত হলেন, তিনি সঠিক নাকি ভুল।

ট্রট বলেন, ‘আমার মনে হয় তারা পঞ্চাশ ওভারের এশিয়া কাপ জিতেছে। জিতেনি? তুমি কি নিশ্চিত? দাঁড়াও চেক করে নিই।’

আসলে বাংলাদেশ এশিয়া কাপে তিনবার ফাইনালে খেলেছে। ২০১২ সালে রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ রানের জন্য হেরে যায়। ২০১৬ ও ২০১৮ সালে ফাইনালে বাংলাদেশ হেরে যায় ভারতের বিপক্ষে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ