নতুন পৃষ্ঠপোষক বেছে নিতে চলতি মাসের শুরুতে দরপত্র আহবান করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য ৫ লাখ রুপি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়। আর বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ৫ হাজার ৬৭৫ ডলার দিয়ে আবেদনপত্র নিতে বলা হয়। দরপত্র বেছে নেওয়ার শেষ দিন ছিল আজ।
সফটওয়্যার কোম্পানি ক্যানভা ও টায়ার-টিউব উৎপাদনকারী কোম্পানি জে কে টায়ার্সও ভারতীয় দলের মূল স্পন্সর হতে দরপত্র জমা দিয়েছিল। তবে দর কষাকষিতে তারা অ্যাপোলো টায়ার্সের সঙ্গে পেরে ওঠেনি।
বিসিসিআই জানিয়েছে তারা আড়াই বছরের জন্য নতুন স্পন্সর পেয়েছে। ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান স্পন্সর হয়েছে অ্যাপোলো টায়ার্স। তাদের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৮ সালের মার্চে। এই সময় পর্যন্ত ভারতীয় দল দ্বিপক্ষীয় সিরিজে ১২১টি ও আইসিসির প্রতিযোগিতায় কমপক্ষে ২১টি ম্যাচ খেলবে।
হরিয়ানাভিত্তিক বহুজাতিক এই টায়ার উৎপাদনকারী কোম্পানি প্রতি ম্যাচে সাড়ে ৪ কোটি রুপি দেবে বিসিসিআইকে, এর আগে ড্রিম১১ এর চেয়ে ৫০ লাখ রুপি বেশি দিত।
অ্যাপোলো টায়ার্স বিসিসিআইকে দেবে ৫৭৯ কোটি রুপি। ক্যানভা ও জে কে টায়ার্স দিতে চেয়েছিল যথাক্রমে ৫৪৪ কোটি ও ৪৭৭ কোটি রুপি।