শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

হাসপাতাল থেকে ফিরতেই ভিকিকে নিয়ে যা করলেন অঙ্কিতা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। কারণ তার স্বামী ভিকি জৈন প্রাণে বেঁচে গেছেন। তার হাতে ৪৫টি সেলাই পড়ে। তারপরেই বিচিত্র কাণ্ড ঘটালেন অভিনেত্রী। সদ্য বাড়ি ফিরেছেন অসুস্থ স্বামী। আর্ম স্লিংয়ে হাত ঝোলানো তার। বাড়ির দরজায় পা রাখতেই অভিনেত্রী স্ত্রী বিশেষ নিয়ম পালন করে ভিকির ওপর থেকে ‘খারাপ নজর’ কাটালেন! সেই সময় ভিকির সামনে ধরে মন্ত্র পড়ে নিয়ম পালন করলেন ‘পবিত্র রিশ্তা’খ্যাত অভিনেত্রী।

অঙ্কিতা বলেন, আমার স্বামীর ওপরে খারাপ নজর পড়ছিল। তাই এত বড় দুর্ঘটনা ঘটল। কোনোমতে প্রাণে বেঁচে গেছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই এ বার্তা দেওয়ায় প্রশ্নও উঠেছে— অঙ্কিতা কি তাহলে ‘কালা জাদু’তে বিশ্বাসী?

আচার-অনুষ্ঠান পালনের পর অভিনেত্রী তার ভ্লগে স্বামীর কাছে সরাসরি জানতে চেয়েছেন— এখন কেমন আছেন ভিকি? জবাবে ‘বিগ বস’খ্যাত ব্যবসায়ী প্রতিযোগীর দাবি— অনেক বড় ধকল গেল, সামলে উঠতে সময় লাগবে।

সম্প্রতি আচমকাই কাচ ভেঙে পড়ে গুরুতর আহত হন ভিকি জৈন। তার ডান হাতে গভীর ক্ষত তৈরি হয়েছে। যার জেরে অস্ত্রোপচার করতে হয়। ৪৫টি সেলাই পড়ে। অঙ্কিতা অবশ্য স্বামীকে আশ্বস্ত করে বার্তা দিয়েছেন, যতই ঝড় উঠুক, তিনি ভিকির পাশে থাকবেন। কাঁধে কাঁধ মিলিয়ে সব সামলে নেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ