শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

দিশার কথা রাখলেন যোগী আদিত্যনাথ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

দিন দুই আগে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে হামলার ঘটনায় নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভিনেত্রীর বাড়ির সামনে যারা অতর্কিতে গুলি চালিয়েছিলেন, তাদের শাস্তি দেবে উত্তরপ্রদেশ প্রশাসন। দিন দুই পর গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা যান ওই দুই ব্যক্তি।

গাজিয়াবাদে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফের (স্পেশ্যাল টাস্ক ফোর্স) সঙ্গে গুলিবিনিময় হয় ওই দুই ব্যক্তির। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় রবিন্দ ওরফে কুলু ও অরুণের। উভয়েই কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারার সহযোগী।

আরও জানা গেছে, দুই ব্যক্তি নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ দিন উত্তরপ্রদেশ প্রশাসন দুই অপরাধী এবং পুলিশের মুখোমুখি সংঘর্ষের কথা সংবাদমাধ্যমকে জানায়। এ-ও দাবি করে, ঘটনা নিয়ে তদন্ত চলছে।

বলিউডের ওপর বহু বছর ধরে কালো ছায়া বিছিয়ে রেখেছে অপরাধজগৎ। বলিউডের বহু খ্যাতনামা নানা সময়ে গ্যাংস্টারদের থেকে হুমকিবার্তা পেয়ে আসছেন। কৃষ্ণসার হরিণ হত্যার পর বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান যেমন লরেন্স বিষ্ণোইয়ের নিশানায়। যার জেরে নানা সময়ে অঘটনের শিকার কপিল শর্মাসহ সালমান-ঘনিষ্ঠরা।

সেই তালিকায় ছিলেন অভিনেত্রী দিশা পাটানিও। গত সপ্তাহে তার বোরেলির বাড়ির সামনে আচমকা হামলা চলে। কয়েক রাউন্ড গুলি চালায় সন্দেহভাজন দুই বাইক-আরোহী। কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়ে পাটানি পরিবার। আতঙ্ক ছড়ায় বলিউডেও। ঘটনার দায় স্বীকার করে গোল্ডি ব্রার, রোহিত গোদারা।

এর পরই  দিন দুই আগে গভীর রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় অভিনেত্রীর বাবার। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, অপরাধীরা পাতালে লুকালেও তাদের মাটি খুঁড়ে বের করে এনে শাস্তি দেওয়া হবে। সেই কথা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রেখেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ