বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ প্রদর্শন করেছেন

লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।  তাদের দাবি, হিজবুল্লাহ যাতে ওই এলাকায় নিজেদের পুনর্গঠন করতে না পারে সে জন্য এ হামলা চালানো হয়েছে।  খবর সামাটিভির।

গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের বিরতি হয়।  তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল বরাবরই হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

বৃহস্পতিবারের এ হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘অনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে’।

এর আগে তারা জানিয়েছিল, হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে,কারণ গোষ্ঠীটি ওই এলাকায় কার্যক্রম পুনর্গঠনের ‘অবৈধ প্রচেষ্টা’ চালাচ্ছে।

এছাড়া পাঁচটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্যও সতর্ক করেছে ইসরাইল।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) নিশ্চিত করেছে, ওই এলাকায় হামলা হয়েছে এবং এতে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার পরিপন্থি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, লেবানন সরকার শত্রুতা বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ এবং ২০০৬ সালে হিজবুল্লাহ–ইসরাইল সংঘাতের অবসান ঘটানো জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়ন নিশ্চিত করতে আলোচনায় যুক্ত আছে।

লেবাননের সেনাবাহিনী বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, ইসরাইলি হামলা  হামলা ও সীমালঙ্ঘন দক্ষিণে তাদের সেনা মোতায়েনকে বাধাগ্রস্ত করতে পারে এবং লিটানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর সশস্ত্র উপস্থিতি শেষ করার পরিকল্পনার বাস্তবায়ন ব্যাহত করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ