বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি জুনিয়র এনটিআর

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ প্রদর্শন করেছেন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর বিজ্ঞাপনের শুটিং চলাকালে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয় এবং তিনি বর্তমানে স্থিতিশীল আছেন।

শুক্রবার শুটিং সেটে দুর্ঘটনার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে জানা গেছে, দ্রুত সেরে ওঠার জন্য তাকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

অভিনেতার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মি. জুনিয়র এনটিআর বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় সামান্য আঘাত পেয়েছেন। তবে আপাতত তিনি ভালো আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, তার আঘাত গুরুতর নয়। তাই কোনো ধরনের উদ্বেগের কারণ নেই। আমরা আন্তরিকভাবে দর্শক, সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষকে কোনো ধরনের অনুমাননির্ভর খবর বা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছি।’

সম্প্রতি তার ওজন কমা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা হয়েছিল। তবে তার ফিটনেস প্রশিক্ষক কুমার মান্নভ জানিয়েছিলেন, নিয়মতান্ত্রিক উপায়েই এই পরিবর্তন হয়েছে, যা স্বাস্থ্যঝুঁকির কারণ নয়।

প্রসঙ্গত, অয়ন মুখার্জির পরিচালনায় মুক্তি পাওয়া ওয়ার ২ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জুনিয়র এনটিআরের। হৃতিক রোশনের সঙ্গে করা এই ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। বিশ্বব্যাপী আয় করেছে ৩৬৪ কোটি টাকা, যার মধ্যে ভারতের বাজার থেকে এসেছে ২৩৬ কোটি টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ