বর্ডার গার্ড বাংলাদেশ এর
কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা চেকপোষ্টে অভিযান পরিচালনা করে ১,২৪০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।
২। অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১৬০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করা হয়। চালক উমর রাহিন আরফাত (২৬), পিতা- মৃত সেলিম, গ্রাম- ওমর আলী মাতব্বর বাড়ি পূর্ব ষোল শহর, ডাকঘর- চাঁন্দগাঁও, থানা- চাঁন্দগাঁও, জেলা- চট্টগ্রামকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩,৭২,০০,০০০/- টাকা মূল্যের ১,২৪০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামীর ভাষ্যমতে মোঃ রশিদ (৪০), পিতা- অলি আহম্মদ, গ্রাম- বাজার ঘাটা, ডাকঘর- কক্সবাজার, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার উক্ত মাদক চোরাচালানীর সাথে জড়িত রয়েছে।