শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

কোর্ট থেকে পালানো সেই হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ প্রদর্শন করেছেন

বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার সেই আসামি মো. রফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আদমদিঘী উপজেলার নাটোর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে বগুড়া জেলার ডিবি ও দুপচাঁচিয়া থানা পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। ওই সময় সুযোগ পেয়ে মামলার প্রধান আসামি রফিকুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়।

পুলিশ ও মামলা সূত্র জানায়, রফিকুল বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকোড়া চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। তিনি গত ৯ জুলাই রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও ছেলের বউ রিভা আকতারকে (৩০) হাত-পা, মুখ বেঁধে এবং শ্বাসরোধ করে হত্যা মামলার আসামি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ