কক্সবাজারের টেকনাফে গ্রেফতারকৃত আসামি খুলনা সেনাডাঙ্গা থানাধীন ছোট বয়রার বাসিন্দা শাহালম মোল্লা এর মেয়ে মাহমুদা আলম সানজিদা (৩০)।
বৃহষ্পতিবার রাত ১১ টা ৩০ মিনিটের সময় উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অদ্য ০২ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্ট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশী কার্যক্রম পরিচালনা করে।
তল্লাশীর একপর্যায়ে যাত্রীবেশে বসে থাকা একজন ব্যক্তিকে সন্ধেহ হলে বিজিডি-১১১৩ সিপাহী ডগ জ্যাক (নারকোটিক্স, পুরুষ, জার্মান শেফার্ড) এর সহয়তায় মাহমুদা আলম সানজিদা (৩০), পিতা-শাহালম মোল্লা, মাতা-সেতু বেগম, গ্রাম-ছোট বয়রা মার্কেট ক্রস রোড, জিডিও-৯০০, থানা-সোনাডাঙ্গা ও জেলা-খুলনা এর গাড়ীর বডির ফাকে সাদা কাপড়ের মধ্যে সাদা টেপ দ্বারা মোড়ানো ০১টি পোটলা যার মধ্যে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় মাহমুদা আলম সানজিদা (৩০) মাদক পাচারকারীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে পৌছে দিলে ১০,০০০/- (দশ হাজার) প্রদানের শর্তে বহন করছিল।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। মাদকবিরোধী এ সকল অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীদের ভিতর স্বস্তি ও আস্থা ফিরিয়ে দিতে সদা প্রস্তুত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।