উখিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ মরাগাছতলা
কক্সবাজার-টেকনাফ সড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি আগ্নেয়াস্ত্র, ০৫টি কার্তুজ ও ০২ হাজার পিচ ইয়াবা সহ চারজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয় ।আজ ০৫ অক্টোবর ২০২৫ তারিখে ভোর আনুমানিক ০৫:৪৫ ঘটিকায়
উদ্ধারকৃত আলামতঃ-
১। ০২টি ওয়ান সুটারগান
২। ০৩টি সচল কার্তুজ, ০২টি অকেজো কার্তুজ ।
৩। ২০০০ (দুই হাজার) পিচ ইয়াবা (মাদক) ।
গ্রেফতারকৃত আসামীঃ-
১। মোঃ কায়সার(২১), পিতা-ফরিদ আলম, সাং-বালুখালী, ০২নং ওয়ার্ড, পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
২। ফরিদ আলম(৪৭), পিতা-মৃত মোঃ আলম, সাং-বালুখালী, ০২নং ওয়ার্ড, জালিয়াপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
৩। ফোরকান(২৩), পিতা-মৃত নুর কবির, সাং-এফসিএন নং-১৮৯০২৫, ব্লক বি-সি/৬, ক্যাম্প-১১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
৪। আব্দুল কাদের(২০), পিতা-জোস মোহাম্মদ, সাং-ব্লক বি, ক্যাম্প-১২(মরাগাছতলা), থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী,
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।