বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (৪ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস রাজধানীর উত্তরা যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার সমাদ্দার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। আহত হন বাসের অন্তত ১০ যাত্রী। খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয় যান চলাচল। সড়কের দুপাশে আটকা পড়ে ছোট বড় অসংখ্য যানবাহন। পরে হাইওয়ে পুলিশ রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ