বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

প্রথম ফুটবলার হিসেবে রোনালদোর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলে একের পর এক রেকর্ড ভাঙার পর এবার অর্থনৈতিক ক্ষেত্রেও নিজেকে ইতিহাসের পাতায় অমর করে রাখলেন পর্তুগালের এই তারকা।

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এক বিলিয়ন ডলার তথা ১০০ কোটি ডলারের মালিক হলেন এই পর্তুগিজ সুপারস্টার। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার, বলে জানিয়েছে ব্লুমবার্গ।

ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সে সম্প্রতি রোনালদোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা তৈরি করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা, যেখানে বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ স্যালারি, বিনিয়োগ, ব্যবসা, সম্পত্তি ইত্যাদির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় এবং নিয়মিত হালনাগাদ করা হয়।

ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরেই রোনালদো ও তার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লিওনেল মেসি প্রায় সমান আয় করতেন।

তবে ২০২৩ সালে সেই পার্থক্য তৈরি হয়, যখন রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের রেকর্ড চুক্তি করেন। এ বছরের জুনে সেই চুক্তি নবায়ন করা হয়, যার বর্তমান মূল্য ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি। পাশাপাশি তিনি ক্লাবটির একটি অংশের মালিকও।

অন্যদিকে, মেসি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি দলে যোগ দেন। তার বেতন রোনালদোর মতো বেশি নয়, তবে ব্লুমবার্গের মতে, অবসরের পর তিনি ক্লাবের একটি অংশের মালিকানা পাবেন— যা তাকে আবারও রোনালদোর সমপর্যায়ে নিয়ে যেতে পারে।

৪০ বছর বয়সী রোনালদো তার ক্যারিয়ারে অর্জন করেছেন পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা, একটি উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ এবং দুটি নেশনস লিগ।

বর্তমানে রোনালদোর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে —যার মধ্যে রয়েছে তার বাড়ি, গাড়ি, ব্যবসা এবং ব্যাংক জমা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ