বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

প্রভাবিত হয়ে ‘শাপলা’ দিতে গড়িমসি করছে ইসি: সারজিস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

নির্বাচন কমিশন অন্য কারও প্রভাবে প্রভাবিত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে একটি রেঁস্তোরায় এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় যোগ দেন সারজিস।

তিনি বলেন, এনসিপির সাথে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। এমন আচরণে ইসির প্রতি আস্থা রাখা সম্ভব কীনা, তা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস।

উপদেষ্টারা কী কী সংস্কার করেছেন, জনগণের জন্য কি সুফল দেবে, তা দেশবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান সারজিস।

বিএনপির উদ্দেশ্যে সারজিস বলেন, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের ২০ শতাংশ ভোট পাওয়া নিশ্চিত নয়। জনগণ অন্ধভাবে কোনো দল বা মার্কাকে ভোট দেবে না। আগামী ৫ বছরের জন্য দেশের দায়িত্ব দিয়ে আস্থা রাখা যায়, এমন দলকেই মানুষ জয়ী করবে।

উল্লেখ্য যে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করতে দেশের বিভিন্ন জেলায় সফর করছেন সারজিস আলমসহ এনসিপি নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ