বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

‘হামাস শান্তির প্রতি স্পষ্ট অঙ্গীকার দেখিয়েছে’— এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে হামাস তাদের ‘শান্তির প্রতি স্পষ্ট অঙ্গীকার’ প্রদর্শন করেছে।

বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের উদ্দেশে ভাষণে এরদোয়ান বলেন, ‘শারম আল শেখে চলমান আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভালো খবর পাওয়ার আশায় আছি।’

হামাসের ঘনিষ্ঠ সমর্থক এবং বৈশ্বিক পরিসরে ইসরাইলবিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত এরদোগান বলেন, ট্রাম্পের প্রস্তাব ইসরাইলের পক্ষে অতিরিক্ত পক্ষপাতদুষ্ট।

তার ভাষায়, ‌‘শান্তি কোনো একপক্ষের ডানায় ভর করে উড়তে পারে না। শুধুমাত্র হামাস ও ফিলিস্তিনিদের ওপর শান্তির বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়, সঠিকও নয়, বাস্তবসম্মতও নয়। অস্ত্রবিরতি ও ন্যায্য শান্তিই সবচেয়ে যুক্তিসঙ্গত পথ।’

এরদোগান আরও বলেন, ‘ইসরাইলের আগ্রাসনই বর্তমানে শান্তির পথে সবচেয়ে বড় বাধা।’

তিনি ইসরাইলকে নাৎসিদের চেয়েও নৃশংস বলে অভিযুক্ত করেন। এরদোগানের ভাষায়, ‘গত দুই বছরে ইসরাইল গণহত্যার ক্ষেত্রে এমন সীমা অতিক্রম করেছে, যা হিটলারও করেননি।’

এদিকে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আজারবাইজান সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অনুরোধ করেছেন হামাসকে শান্তি পরিকল্পনায় রাজি করাতে।

এরদোগান বলেন, ‌‘আমাদের অগ্রাধিকার এখন তাৎক্ষণিক ও স্থায়ী অস্ত্রবিরতি।’ তিনি আরও জানান, হামাস শান্তি ও পরবর্তী আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তুরস্ক ফিলিস্তিন ইস্যুতে সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে এবং বহু বছর ধরে এই রক্তপাত বন্ধ ও নির্যাতিত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

এরদোগানের ভাষায়, ‘সমগ্র ফিলিস্তিন জানে, তুরস্ক ফিলিস্তিনের স্বার্থ রক্ষা করে। আমরা নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকারকে নিজেদের অধিকার হিসেবে দেখি এবং সেইভাবেই তা রক্ষা করি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ