বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

যানজটে আটকা পড়ার কারণ জানালেন সড়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

দীর্ঘ যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ার কারণ হিসেবে ট্রাফিক অব্যবস্থাপনাকেই দায়ী করছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের চার ও ছয় লেনের কাজের অগ্রগতি দেখতে যানজটে এসে আটকে পড়েছিলেন তিনি। পরে নিরুপায় হয়ে তাকে মোটরসাইকেলে চড়তে হয়। পরে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

সড়ক উপদেষ্টা জানান, যানজটের মূল কারণ সড়কের অবস্থা নয়, ট্রাফিক অব্যবস্থাপনা।

তিনি বলেন, হাইওয়ে পুলিশের দায়িত্ব ছিল ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু তা ঠিকভাবে হচ্ছে না।

এ সময় যানজটে আটকে থাকার অভিজ্ঞতা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছে যদি ট্রাফিক শৃঙ্খলা থাকত, তাহলে এ রকম পরিস্থিতি হতো না। হয়তো আধাঘণ্টা সময় বেশি লাগত, কিন্তু এতটা দুর্ভোগ হতো না। প্রধান সমস্যা রাস্তা নয়, মানুষের আচরণ ও হাইওয়ে পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি।

এ সময়, তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ আরও অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ