শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে যা করতে হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৫ প্রদর্শন করেছেন

টানা দুই ম্যাচ হেরে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এই হারে বাংলাদেশের জন্য ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা কিছুটা কঠিন হয়ে গেছে।

২০২৭ সালে ১৪ দলের বিশ্বকাপে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে ধরতে হবে বাছাইপর্বের ট্রেন। আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে।

এই মুহূর্তে ৮০ পয়েন্ট নিয়ে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ এবং ৮৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড অষ্টম স্থানে রয়েছে। ইংল্যান্ডকে টপকানো প্রায় অসম্ভব হলেও ক্যারিবিয়ানদের পেছনে ফেলার সুযোগ এখনো কাগজে-কলমে টিকে আছে। তবে এই পথ বন্ধুর।

র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকাতে হলে আসন্ন সিরিজে দলটিকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে হবে মেহেদী হাসান মিরাজের দলকে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে জিতলেও বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না।

বাংলাদেশের জন্য দুশ্চিন্তার বিষয় হলো, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিই র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়ানোর শেষ সুযোগ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের হাতে আরও কয়েকটি ম্যাচ থাকায় তারা সুবিধাজনক অবস্থানে থাকবে।

তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফল পক্ষে না এলে ১৯৯৯ সালের পর প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে বাছাইপর্বের পথ মাড়াতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ