মরুরাজ্যে ধূসর ওয়ানডে সিরিজের দুঃস্মৃতি নিয়ে ফেরার পর দলে পরিবর্তন এসেছে। এক ম্যাচ খেলেই বাদ ওপেনার মোহাম্মদ নাঈম ও পেসার নাহিদ রানা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম। মাহিদুল এই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন। কাঁধের চোটের কারণে দলে নেই পারভেজ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামীকাল শনিবার মিরপুর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে।
প্রায় ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩২ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার সৌম্য ৭৬টি ওয়ানডে খেলেছেন। সবশেষ গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। তার আগের ওয়ানডেতে ৭৩। সেটি গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
এদিকে এই প্রথম ওয়ানডে দলে সুযোগ পাওয়া ২৬ বছর বয়সি ডান-হাতি কিপার-ব্যাটার মাহিদুল গত বছর চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট খেলেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে চার সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে প্রায় সাড়ে তিন হাজার রান করেছেন তিনি ৪৪.৫৩ গড়ে।
নাহিদ রানা আবুধাবিতে ১৫০ কিলোমিটার গতির বল ছুড়েও উইকেটশূন্য থাকেন। ৮.২ ওভারে ৫৬ রান দিয়ে অস্বস্তিতে মাঠ ছাড়েন। ক্যারিবীয়দের বিপক্ষে দল নিয়ে কাল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সম্প্রতি টি ২০তে আমাদের কিছু সফলতা আছে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরম্যান্স নিকট অতীতের সাফল্যকে ম্লান করে দিয়েছে। এমন বাজে পারফরম্যান্স আমরা আশা করেনি। এই সিরিজে আমাদের ব্যাটিং দুর্বলতা ফুটে উঠেছে। যত দ্রুত সম্ভব তা কাটিয়ে উঠতে হবে।’
তিনি বলেন, ‘আমরা এবার দেশে খেলব। আমরা নিয়মিত ৫০ ওভার ব্যাট করতে পারছি না। আফগানিস্তানের সঙ্গে একদমই ঠিকঠাক খেলতে পারিনি। এটা বয়ে বেড়ানো খুবই কঠিন। শারীরিক ও মানসিক ক্লান্তিতে আচ্ছন্ন প্লেয়াররা। এতে কোনো সন্দেহ নেই। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সাফল্য দরকার।’