শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

‘জওয়ানি ফির নেহি আনি ৩’-এ থাকছেন না সারওয়াত গিলানি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৯ প্রদর্শন করেছেন

বহুল জনপ্রিয় বলিউড ব্লকবাস্টার জওয়ানি ফির নেহি আনি-র তৃতীয় পর্ব নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এই পর্বে কি ফিরছেন গুল চরিত্রে সারওয়াত গিলানি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অবশেষে নীরবতা ভাঙলেন এই তারকা। আর তার উত্তর অনেককেই অবাক করেছে।

‘বিরিয়ানি’ খ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি তৃতীয় ছবিতে আর ফিরছেন না।

গিলানি বলেন, সিক্যুয়েলটির পর তিনি পরিচালক নাদিম বেগ, অভিনেতা হুমায়ুন সাঈদ ও বাকি টিমের সঙ্গে কাজ করে আগের মতো আনন্দ পাননি।

‘হঠাৎ করে সবার আচরণ বদলে গেল। আমি বুঝলাম, আমি আর এই দলের অংশ নই,’ বলেন তিনি।

‘চুড়াইলস’-এর এই অভিনেত্রী এক নির্দিষ্ট ঘটনার কথাও স্মরণ করেন—‘আমাকে জানানো হয়েছিল লন্ডনে গিয়ে ছবির প্রচারণা হবে। আমি নিজেই টিকিট কেটে ফেললাম, কিন্তু এরপর আর কেউ কোনো উত্তরই দিল না। এভাবে হওয়া উচিত নয়, তবু ওরা নিজেদের কাজ সেরে ফেলল,’ বলেন গিলানি।

তিনি আরও যোগ করেন, ‘আমি এমন কারও সঙ্গে কাজ করতে পারি না, যারা আমার কাজের প্রতি শ্রদ্ধাশীল নয়। খ্যাতির চেয়ে আমি সম্মানকে বেশি মূল্য দিই।’

‘জওয়ানি ফির নেহি আনি’-তে গুল চরিত্রে অভিনয় নিয়ে গিলানি বলেন, প্রথম পর্বের পর তাঁর মনে হয়েছিল চরিত্রটি অসম্পূর্ণ, তাই দ্বিতীয় পর্বে অংশ নিয়েছিলেন।

‘কিন্তু এখন মনে হয়, প্রয়োজন ফুরোলেই ব্যবহার করা হয়, তারপর পাশে ফেলে দেওয়া হয়,’ বলেন তিনি।

অভিনেত্রীর দাবি, নিজের কিছু উদ্বেগ প্রকাশ করতে গেলে পরিচালক তা উপেক্ষা করেন।

‘যেভাবে আমার সঙ্গে আচরণ করা হয়েছে, তাতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছিল—যদিও আমার চরিত্রের গল্প শেষ হয়নি,’ বলেন গিলানি।

এদিকে সাম্প্রতিক কাজ নিয়ে বেশ গর্বিত এই তারকা। বিশেষ করে বিরিয়ানি নাটকে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে গিলানি বলেন, ‘আমি চরিত্র বাছাই করি না, চরিত্রই আমাকে বেছে নেয়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ