সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

মাদক সম্রাট জুবাইরের কোটি টাকার সাম্রাজ্য উন্মোচন টেকনাফ (২ বিজিবি) এর ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধক বিশেষ অভিযানে ইয়াবা, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র সহ আটক২

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৩ প্রদর্শন করেছেন

‎২। টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি জোরদার এবং টেকনাফ এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে নিবিড় গোয়েন্দা জাল বিছিয়ে সম্প্রতি বেশ কিছু মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সকল অভিযানে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সাবরাং মন্ডলপাড়া গ্রামে মাদক কারবারের মূলহোতা মোঃ জুবাইর-এর সন্ধান পায় ২ বিজিবি। গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া যায় যে, জুবাইরের বিলাসবহুল ও সুরক্ষিত বাড়িটিই মাদক মজুত ও বিপণন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। টেকনাফের শান্তি ও নিরাপত্তা রক্ষায় লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি-এর সরাসরি নেতৃত্বে অর্ধশতাধিক বিজিবি সদস্যের সমন্বয়ে গঠিত ২ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ১৬ অক্টোবর সন্ধ্যায় রহস্যময় বাড়িটিকে ঘিরে ফেলে অভিযান শুরু করে। মাদক চক্রের আস্তানায় প্রায় ৮ (আট) ঘণ্টাব্যাপী কঠোর ও নিরলস তল্লাশি চালায় বিজিবি। অভিযান চলাকালে, হটপটের ভিতরে লুকায়িত বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দেওয়াল টপকে পালানোর সময় আইয়ুব আলী (৩৭) কে গ্রেফতার করা হয়। একইসাথে, বাড়ির অভ্যন্তরে আত্মগোপন করে থাকা মূলহোতার স্ত্রী ফাইজা আক্তার (১৯) কেও আটক করা হয়। দীর্ঘসময় ধরে চলা এই মাদক বিরোধী অভিযানে বিজিবি সদস্যদের অদম্য ধৈর্য এবং পেশাদারিত্বের ফলে বাড়ির বিভিন্ন গোপন কুঠুরি থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বিক্রয় ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সহিংস চক্রটির ব্যবহৃত ০৭টি চাপাতি এবং ০৪টি চাকুসহ মোট ১১টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তাছাড়া, বাড়ির ভেতরে ও বাইরে মাদক কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ০২টি ওয়াকিটকি সেট এবং ০৪টি সার্ভেল্যান্স সিসি ক্যামেরা উদ্ধার করা হয়। এছাড়াও, মাদক বিক্রয় হতে প্রাপ্ত নগদ ১০,৩০,০০০ টাকা এবং বিপুল পরিমাণ ব্যাংক লেনদেনের প্রমাণাদি জব্দ করা হয়েছে। উল্লেখ্য যে, তল্লাশির একপর্যায়ে বাড়ির ভেতর থেকে মাদকদ্রব্য প্যাকেজিং এর জন্য ব্যবহৃত মেশিন এবং গোপনে ইয়াবা পরিবহন করার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত মোটরসাইকেলের দুইটি তেলের ট্যাংক উদ্ধার করা হয়। তবে, মাদক কারবারী চক্রের মূল হোতা মোঃ জুবাইর (৪০) এখনও পলাতক থাকলেও, তাকে দ্রুত আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। তার বিরুদ্ধে ইতিপূর্বে চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়েরকৃত মাদকের মামলা রয়েছে। ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপঃ*

‎ক। ফাইজা আক্তার (১৯), স্বামী- মোঃ জুবাইর।
‎ঠিকানাঃ গ্রাম-সাবরাং মন্ডলপাড়া, পোষ্ট-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
‎খ। আইয়ুব আলী (৩৭), পিতা-আবুল কালাম।
‎ঠিকানাঃ গ্রাম-মৌলভীপাড়া, (ওয়ার্ড নং-০৮), পোস্ট+ থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

‎পলাতক আসামীর নাম ও বিস্তারিত নিম্নরুপঃ
‎ক। মোঃ জুবাইর (৪০), পিতা-ফজল হক।
‎ঠিকানাঃ গ্রাম-সাবরাং মন্ডলপাড়া, পোষ্ট-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

‎জব্দকৃত আলামতঃ
‎ক। ইয়াবা ট্যাবলেট-১৯,২০০ পিস।
‎খ। ইয়াবা পাউডার- ১৩০ গ্রাম।
‎গ। নগদ অর্থ-১০,৩০,০০০ টাকা
‎ঘ। ল্যাপ্টপ -০১টি।
‎ঙ। চাকু-০৪টি।
‎চ। চাপাতি-০৭টি।
‎ছ। ওয়াকিটকি সেট-০২টি।
‎জ। মাইক্রোফোন-০১টি
‎ঝ। এন্ড্রোয়েট ফোন-০২টি।
‎ঞ। বাটন ফোন-০৩টি।
‎ট। পিতলের পাল্লা-০১টি।
‎ঠ। ল্যান্ড ফোন -০১টি।
‎ড। সিসি ক্যামেরা-০৪ টি।
‎ঢ। মোটর সাইকেলের তেলের ট্যাংক-০২টি।

‎৩। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “আপনাদের ভবিষ্যৎ আমাদের কাছে আমানত। যত শক্তিশালী চক্রই হোক, দেশের মাটি থেকে মাদক চোরাচালানের কালো ছায়া সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য বিজিবি’র সকল সদস্য সদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ। আমাদের এই নিরলস পরিশ্রম মাদকমুক্ত টেকনাফ গড়ার প্রত্যয়কে আরও মজবুত করবে। সীমান্ত সুরক্ষার এই সংগ্রামে আমরা সবসময় আপনাদের পাশে আছি।”

‎৪। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ