শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

মুক্তি পাচ্ছে পপির শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬ প্রদর্শন করেছেন

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আগামীকাল শুক্রবার সারা দেশে একযোগে ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

সাদেক সিদ্দিকী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন পপি, আমিন খান, শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী ও সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না—এই বিশ্বাস রাখি।

মুক্তি প্রসঙ্গে নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানান, এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সারা দেশে ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাচ্ছে।

আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত এই সিনেমাটি যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো— লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি, উত্তরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), বর্ষা সিনেমা (জয়দেবপুর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), রাজতীলক (রাজশাহী), সোনিয়া (বগুড়া), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), রাজ সিনেমা (কুলিয়ারচর), অভিরুচি (বরিশাল), মডার্ন (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), তামান্না (সৈয়দপুর), মমতা (মাধবদী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল) ও মাধবী (মধুপুর)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ