ঢালিউড অভিনেতা চঞ্চল চৌধুরী সোমবার (১৩ অক্টোবর) কলকাতায় গেছেন। অভিনেতা বোলপুরের একটি গ্রামে ব্রাত্য বসুর আগামী সিনেমার শুটিংয়ে যোগ দেন। যদিও দুই বাংলার উত্তপ্ত পরিস্থিতির জেরে আসা-যাওয়ায় সমস্যায় পড়তে হয় শিল্পীদের। এ বিষয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুই বাংলার সমস্যা নিয়ে কথা বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
দুদেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন কি কোনোভাবে শিল্পীদের কাজে বাধার সৃষ্টি করছে? তাকে কি কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? —এমন প্রশ্নের উত্তরে চঞ্চল চৌধুরী বলেন, আমি কাজের জন্য যতবার ভিসার আবেদন জানিয়েছি বা কোনো প্রোডাকশন হাউসের নিমন্ত্রণে আসতে হয়েছে, কখনো সমস্যা হয়নি। আমি খুব সহজেই ভিসা পেয়েছি।
অভিনেতা চঞ্চল চৌধুরীর ক্ষেত্রে এ সমস্যা না হলেও তানজিন তিশার ক্ষেত্রে ঘটেছে বাধা। তিনি একটি সিনেমায় অভিনয়ের জন্য কলকাতায় আসতে পারেননি। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, তবে এই টানাপোড়েন শিল্পীর স্বাধীনতা এবং দর্শকদের ওপর প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি। অভিনেতা বলেন, এটি খুবই স্পর্শকাতর বিষয়। পরিস্থিতির কারণে অনেক কিছু ঘটে। বিশেষত রাজনৈতিক কোনো পরিস্থিতি তৈরি হলে অনেক স্বাভাবিক ঘটনাও তখন জটিল হয়ে যায়। সেটার আবার সমাধানও হয়।
তিনি বলেন, সমস্যা সবসময় কিছু না কিছু থাকবেই— দুটো আলাদা দেশ তো। যদিও চিরস্থায়ী কিছু নয়। দেশের মধ্যে কাজ করতে গেলেও তো অনেক সংকট তৈরি হয়। তাই আমার কাছে আলাদা করে কিছু মনে হয় না বলে জানান এ অভিনেতা।
চঞ্চল চৌধুরী বলেন, শুটিং শুরুর আগেও দুবার কলকাতায় এসেছি। মহড়া দিতে, মিটিং করতে। তাকে কোনো অসুবিধায় পড়তে হয়নি। আগামী দিনেও কোনো সমস্যা হবে না বলেই তার বিশ্বাস।