সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১২ থেকে ১৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের প্রতিদিন গড়ে ২০ কোটি ১৭ লাখ ৭২ হাজার টাকা লেনদেন হয় এবং সিভিও পেট্রোকেমিক্যালের প্রতিদিন গড়ে ১৬ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট এলায়েন্স, প্রগতি ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, খান ব্রাদাস্, রূপালি লাইফ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।